Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

বি আর ডি বি বানারীপাড়া উপজেলার বিভিন্ন কার্যক্রমঃ

 

১। দ্বিস্ত্র বিশিষ্ট সমবায় পদ্ধতির মাধ্যমে সমবায়ীদের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করা,

২। ইনফরমাল গ্রুপের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করা,

৩। ক্ষুদ্র ঋণ বিতরনের মাধ্যমে সদস্যদেরকে আয়বর্ধক কর্মকান্ডে উদ্বুদ্ধ ক্রা,

৪। প্রশিক্ষনের মাধ্যমে সদস্যদের সংশ্লিষ্ট কাজে দক্ষতা উন্নয়নে কাজ করা,

৫। সদস্যদের সঞ্চয় জমা করনের মাধ্যমে মূল্ধন গঠন করা,

৬। উঠান বৈঠক করে সদস্যদের সংশ্লিষ্ট কাজে উদ্বুদ্ধ ও উৎসাহ প্রদান করা,

৭। নারীদেরকে কাজে উদ্বুদ্ধ করা,

৮। নারীদের ক্ষমতায়ন করা,

৯। বিভিন্ন সভা, র‍্যালী ও সামাজিক কর্মকাডনের মাধ্যমে জনসাধারঙ্কে সামাজিক জার্যক্রমে সম্প্রিক্তকরন,

 

আয়বর্ধক কার্যক্রমের ধাপ্সমূহঃ

 

১ম ধাপঃ সদসযদের ঋনের আবেদন সংশ্লিষত সমিতির ম্যানেজারের কাছে দাখিল করবে,

২য় ধাপঃ স্পমিতির মযানেজার সমতির কার্যনির্বাহীর কমিতির সিদ্ধান্তসহ সংশ্লিষ্ট এলাকার মাঠসংগঠকের মাধযমে পল্লী উন্নয়ন কর্মকর্তার অফিসে দাখিল করবে,

৩য় ধাপঃ জুনিয়্র অফিসার (হিসাব) তাহার মতামতসহ নথি পল্লী উন্নয়ন কর্মকর্তার নিকত পেশ করবে,

৪র্থ ধাপঃ পল্লী উন্ন্যন কর্মকর্তা ঋন মঞ্জুর করবেন বা কন কোন কোন ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসারের নিকট পেশ করবেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা ঋন মঞ্জুর করবেন,

৫ম ধাপঃ ঋন মঞ্জুরের পর হিসাব বিভাগ চেক লিখিবেন,

৬ষ্ঠ ধাপঃ সমতির মযানেজার ব্যাঙ্ক থেকে টাকা উত্তোলন করবেন,

৭ম ধাপঃ পল্লী উন্নয়ন কর্মকর্তা সদসযদের কাছে ঋনের টাকা হআতে হাতে বিতরন করবেন