পল্লী জীবিকায়ন প্রকল্প (বিআরডিবি) শৈলকুপা উপজেলা বিত্তহীনদের নিয়ে কাজ করে । বিগত ২৫ বছরে প্রায় ৪০০০ বিত্তহীন কে বিভিন্ন টেড্রে প্রশিক্ষন দিয়ে ঋণ দাদনের মাধ্যমে বিত্তহীন থেকে মধ্যবিত্ত করে তোলা হয়েছে। প্রায় বিত্তহীন পরিবারের ছেলে মেয়ে শিক্ষিত হওয়ার পিছনে আমাদের বিআরডিবি আর্থিক ও সামাজিক প্রচেষ্টা আাছে। কিছু কিছু বিত্তহীন পরিবার মাটির ঘর থেকে পাকা ঘর তৈরী সহ জায়গা জমির মালিক হয়েছেন। প্রায় পরিবারকে নলকুপ স্থাপনসহ বিশুদ্ধ পানির জন্য নলকুপ স্থাপন এবং স্বাস্থ্য সম্মত পায়খানা স্থাপন করেছেন। বাড়ীতে হাঁস,মুরগী, গবাদি পশু পালনের মাধ্যমে পুষ্টিহীনতা থেকে রক্ষা পেয়েছেন। বর্তমান তারা সমাজে আরো পাঁচ জনের মত মাথা উচু করে বাঁচতে শিখেছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS